Type to search

সারাদেশ

খুলনা বিভাগে কোভিড-১৯ ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ খুলনায় গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ডেডিকেটেড ইউনিটে ১২ জন, খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৭ জুন) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা কোভিড-১৯ হাসপাতালে রেড জোনে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়ে ৯জন এবং উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। খুলনার ১৩০ শয্যার করোনাভাইরাস হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে রেডজোনে ৯৬জন, ১৯ জন আইসিইউতে রয়েছেন, এইচডিইউতে ২০ এবং ইয়ালো জোনে ২৫ জন ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন ও সুস্থ হয়ে ৩৯ জন বাড়ি ফিরেছেন।

খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, বাগেরহাটের কাশিমপুর এলাকার আতিয়ার রহমান মল্লিক (৬৫) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার অলিউল্লাহ (৬৭)। এখানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮জন রোগী।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, গতকাল শনিবার (২৬ জুন) রাতে খুমেকের পিসিআর মেশিনে মোট ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ২০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৯৩ জন, যশোরের ৮ জন, সাতক্ষীরার ৩, নড়াইলের ১ জন, পিরোজপুরের ১ জন ও ঝিনাইদহের ১ জন রয়েছেন।

Translate »