খুলনায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
জেলা প্রতিনিধিঃ অতিরিক্ত দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনার ২টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে খুলনার বটিয়াঘাটা উপজেলার নিজ খামার এলাকার শুভ স্টোরকে দুই হাজার এবং কৈয়া বাজারের ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অবৈধ প্রক্রিয়ায় টমেটো সসসহ খাদ্য পণ্য উৎপাদন করায় বটিয়াঘাটার রশ্নিপাড়ার এম আর এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা এবং ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করায় নিজ খামার এলাকার আল মদিনা ডিপার্টমেন্ট স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম বলেন, বিভিন্ন স্থানে সয়াবিন তেল মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগে নিয়মিত অভিযান চলছে। যেসব দোকানে প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের জরিমানা ও সতর্ক করা হচ্ছে।
এবিসিবি/এমআই