Type to search

সারাদেশ

কোভিড-১৯: ময়মনসিংহে একদিনে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ করোনায় ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত এ হাসপাতালে এটিই কনোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় নয় ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে রোববার (২৫ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৯৯ নমুনা পরীক্ষায় ১৮৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে বর্তমানে ৪৭৮ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। হাসপাতালে নতুন ৬৪ জন ভর্তি হয়েছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

Translate »