কোভিড-১৯: খুলনা বিভাগে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৮১৭

জেলা প্রতিনিধিঃ খুলনা বিভাগে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পজিটিভ শনাক্ত হয়েছে ৮১৭ জনের। গত ২৪ ঘণ্টায় তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল বুধবার খুলনা বিভাগে ৩৫ জনের মৃত্যু ও ৭৪৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ নয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোরে ৬ জন, খুলনা ও মেহেরপুরে ৪ জন করে, মাগুরা ও ঝিনাইদহে ৩ জন করে, বাগেরহাট ও নড়াইলে ২ জন করে এবং চুয়াডাঙ্গায় ১ জন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৯৭ হাজার ৬৯৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৫৫৪ জন। এছাড়া ৭৫ হাজার ৩২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।