কুষ্টিয়া সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক
জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরের ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত জিল্লার মণ্ডল হিটলার (৪০) ভারতের মুর্শিদাবাদ জেলার, জলঙ্গি থানার রায়পাড়া এলাকার মো. সামাদ মণ্ডলের ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চর চিলমারী বিওপি’র টহলরত সদস্যরা ৮২/২-এস সীমানা পিলারের চারশত গজ বাংলাদেশ অভ্যন্তরে ডিগ্রিরচর নামক স্থান থেকে জিল্লার মণ্ডল হিটলারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ভারতীয় ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে থানায় মামলা হয়েছে।
এবিসিবি/এমআই