কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, জেলায় মোট মৃত্যু ২৬৯
জেলা প্রতিনিধিঃ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী।
মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানান।
মৃত ব্যক্তিরা হলেন, বুড়িচং উপজেলার রায়পুর গ্রামের লুতু মেম্বার (৬৫), বরুড়া উপজেলার মনিরুল ইসলাম (৭২) ও দাউদকান্দি উপজেলার মঞ্জু মিয়ার স্ত্রী বিলকিস বেগম (৩৪)।
তিনি জানান, করোনাভাইরাসে শনাক্ত হয়ে ও উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৯৮ জন ভর্তি আছে। এদের মধ্যে ৪৩ জন করোনা শনাক্ত এবং ৫৫ জন করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত কুমেকের করোনাভাইরাস ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৬৯ জন মারা গেছেন।
অন্যদিকে, জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় ৫ হাজার ২৮০ জন শনাক্ত হয়েছেন, ৩ হাজার ২২৪ জন সুস্থ হয়েছেন এবং আক্রান্ত হয়ে ১৩৮ জন মারা গেছেন।