Type to search

সারাদেশ

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরের আগুনে ঘুমন্ত ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে ঘুমন্ত ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৫ মার্চ) রাত সোয়া ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উপজেলার উত্তর হারবাংয়ের দুর্গম সাবানঘাটা গ্রামে জাগের হোসেন মিস্ত্রীর বসতঘরে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- একই এলাকার জাগের হোসেন মিস্ত্রীর ছেলে মো. জাহেদুল ইসলাম (১২), শিশুকন্যা মিম আক্তার (১০) ও মিতু মনি (৭)।

হারবাং ইউনিয়নের দফাদার মোহাম্মদ শাহেদ বলেন, রাত সোয়া ১১টার দিকে জাগের হোসেনের মাটি ও টিনের ছাউনির বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এসময় ৩ শিশু ঘরের ভিতরে ঘুমিয়ে ছিল। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরটি। আগুন লাগার পর এলাকাবাসী অনেক চেষ্টা করেও ৩ শিশুকে রক্ষা করতে পারেনি। তাদের ঘরের ভিতরে পুড়ে মারা যান।

এলাকাবাসী জানান, ঘটনার সময় বাবা জাগের হোসেন গ্রামের বাইরে অবস্থান করছিলেন। তার স্ত্রী কাজল ছোট শিশুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন ঘরের বাইরে কাচারি ঘরে।

হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে পৌঁছতে পারেনি দমকল বাহিনী। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে চকরিয়া থানার পুলিশ।

Translate »