Type to search

সারাদেশ

উত্তরায় বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ‘নিহত ৪জনের মরদেহ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এছাড়া ২জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

গার্ডারের নীচে গাড়ির ভেতরে চাপা রয়েছেন-এর মালিক রুবেল, ১ জন নারী ও ২ শিশু।

এ দুর্ঘটনার পর উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, ‘একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ৬ জন চাপা পড়েন।

এবিসিবি/এমআই

Translate »