Type to search

সারাদেশ

আমাদের মানুষিকতার পরিবর্তন ঘটাতে পারলেই পরিবেশ দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে: এমপি রবি

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধি: “প্রকৃতি ঐকতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৫ জুন ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে অতিরিক্ত জেলা (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের যেমন ভারসাম্য নষ্ট হচ্ছে। অন্যদিকে আমরা আইন না মেনে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করছি। আমাদের মানুষিকতার পরিবর্তন ঘটাতে পারলেই পরিবেশ দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। আমরা ইচ্ছা করলেই পরিবেশ ভাল রাখতে পারি। বিশেষ অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায় তারা পরিবেশ রক্ষার্থে অনেক বেশি সতর্ক ও সজাগ। সকলের স্বার্থে আমাদের এলাকাকে বাঁচাতে হবে আমাদের দেশকে বাঁচাতে হবে। মহানবী হযরত মুহম্মাদ (সাঃ) যা বলে গেছেন সেই সুন্নত যদি আমরা মেনে চলি তাহলে আমরা সকল কাজে সফল হবো ইনশাল্লাহ। সুন্দর অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের আয়োজক সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র কর্মকর্তাদের ধন্যবাদ জানান এমপি রবি।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল- হাদী ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় অনন্যাদের মধ্যে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, ফরিদা আক্তার বিউটি, জি.এম নুর ইসলাম রনি, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম রফিক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি খুরশীদ জাহান শিলা, ঋশিল্পী প্রতিনিধি মারিয়া, জেলা রাইচ মিল সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গফ্ফারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।
এবিসিবি/এমআই
Translate »