সাংবাদিকদের লেখার অধিকার কেড়ে নিয়েছিল হাসিনা সরকার: দুলু
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা সরকার সাংবাদিকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কেউ সত্য লিখলে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে শহরের কানাইখালী এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে নাটোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় দুলু বলেন, শেখ হাসিনার আমলে ডিজিটাল আইন দিয়ে সাংবাদিকদের লেখার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। অনেক নিরাপদ সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
বিএনপির এ নেতা আরও বলেন, নাটোরকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আধুনিক নাটোর গড়ার কাজও শুরু করেছিলাম। হালতি বিলের মধ্যে দিয়ে যাওয়া রাস্তাকে সাবমারসিবল করেছিলাম যার জন্য ওই রাস্তাকে মানুষ এখন বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।
তিনি জানান, নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার ইচ্ছা ছিল তার। এছাড়া এ জেলায় গ্যাস না থাকা নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেন।
সাবেক এই উপমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, বিএনপির নাম দিয়ে যদি কেউ চাঁদাবাজি, ছিনতাই, লুট করে তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো আপোষ চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া এ মতবিনিময় সভায় তিনি নাটোরের বিভিন্ন উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা বিএরপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
-সমকাল