বিচার না হলে আ’লীগের নির্বাচন করার অধিকার নেই
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণহত্যা চালানোর পরও ক্ষমা না চাওয়ায় আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। যাদের কোনো অনুশোচনা নেই, ক্ষমা চায় না, তারা কীভাবে রাজনীতি করতে চায়? বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচন করার কোনো অধিকার নেই। মানুষ তাদের ঘর থেকে বের হতে দেবে না। আওয়ামী লীগের ভোট চাওয়ারও অধিকার নেই।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজেপি আয়োজিত ‘স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় পার্থ এসব কথা বলেন। আওয়ামী লীগসহ যেসব দল গণহত্যায় জড়িত বা সমর্থন করেছে, তাদের নিষিদ্ধ করতে সংবিধানে বিধান সংযোজনের প্রস্তাব দেন তিনি। পার্থ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানের বিধান থাকা উচিত। যেমনটা হয়েছে জার্মানিতে। না হলে সামনে আবার এ ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে। মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। ভবিষ্যতে যারাই দেশের ক্ষমতায় আসুক, তাদের আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।
এ সময় দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনের কয়েকটি প্রস্তাব রাখেন পার্থ। বিজেপি মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন মতিন প্রকাশ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর, যুব সংহতির আহ্বায়ক হারুনুর রশিদ হারুন প্রমুখ।
-সমকাল