বাস পোড়ানো সরকারি এজেন্টদের নাশকতা: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টরা নাশকতা করেছেন। আমাদের অভিজ্ঞতা; দেখা যায় যে, সরকারের কিছু কিছু অংশ যারা নানাভাবে কাজ করে, কেউ কেউ এ ধরনের ঘটনা ঘটায় স্যাবোটাজ করার জন্য। আমি বলতে চাই, বিএনপি এই রাজনীতি করে না।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা- ১৮ আসনের নির্বাচন নিয়ে ফখরুল বলেন, নির্বাচন এখন প্রহসনে পরিণত হয়েছে।
গতকাল প্রধান নির্বাচন কমিশনার বললেন, এই কমিশন এতো ভালো যে, যুক্তরাষ্ট্র তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমেরিকায় ৪-৫ দিন লাগে ফলাফল গুণতে আর ৪-৫ মিনিটে তারা ফলাফল দিয়ে দিতে পারে। এর চেয়ে হাস্যকর কথা একজন সিইসির কাছ থেকে আসতে পারে এটা কখনো আশা করা যায় না।