নির্বাচন কমিশন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে: মির্জা ফখরুল
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়ার পৈতৃক বাসভবনে সাথে মতবিনিময়ের সময় একথা বলেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ হক মাসুদ, অর্থসম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুন উর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ইউনিয়ন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের উপনির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, আবারও প্রমাণ হল আওয়ামী লীগের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ও দলীয় সরকারের অধীনে কখনই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে নির্বাচন কমিশন বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু হচ্ছে না এমন অভিযোগের পরও বিএনপি কেন অংশ নিচ্ছে এ প্রসঙ্গে তিনি জানান, বিএনপি হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ক্ষমতা পরিবর্তনে একটি মাধ্যম নির্বাচন। গণতান্ত্রিক এ ব্যবস্থাকে ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নেয়া হচ্ছে।