Type to search

রাজনীতি

দেশের ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে যুবক-তরুন-ছাত্রদের ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

সরকার নির্বাচনকে তামাশায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আওয়ামীলীগ সরকার জনবিচ্ছিন্ন। তাদের অধীনে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।’ ক্ষমতাসীন সরকারের প্রতি পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অতীতের সব নির্বাচন বাতিল করে দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের পরিচালনায় ভোটের ব্যবস্থা করুন। একমাত্র সমাধান এটাই।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। একই দাবিতে  আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সারাদেশে প্রত্যেক থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে এ দল।

মির্জা ফখরুল বলেন, এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে জেগে উঠতে হবে। এবং যুবক সমাজ-তরুণ-ছাত্রকে ঐক্যবদ্ধ হতে হবে। গণ আন্দোলনে তাদের নেতৃত্বে পরিবর্তন আসতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন আসবে।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, গণতান্ত্রিক অধিকার ও জনগনের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হই। আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ সরকারকে হটিয়ে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

নির্বাচন কমিশনকে (ইসি) ‘ঠুঁটো জগন্নাথ’ হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, এই নির্বাচন কমিশনের লজ্জা-শরম বলতে কিছূ নেই। ঢাকায় ১০ ভাগ ভোট বলছে তারা। কিন্তু বাস্তবে দেখা যায় ৫ ভাগ ভোটও পড়েনি। যদিও ইসি বলছে, ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ থেকে নেতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় মুখে অবশ্যই মাস্ক পরার অনুরোধ জানান বিএনপি মহাসচিব ফখরুল।

মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আবদুল আলিম নকিসহ আরো অনেকে বক্তব্য দেন।

Translate »