Type to search

রাজনীতি

জামিন নেওয়ার পরেও নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ: মির্জা ফখরুল

উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পরেও সাদা পোশাকে পুলিশ দলের নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের লক্ষ লক্ষ কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ৩৫ লাখের ওপরে, গুম হয়ে গেছেন ৫০০’র বেশি, নিহত হয়েছেন সহস্রাধিক এবং গত কয়েকদিন আরও ৩-৪ জন গুম হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনলাইনে এক আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি এ অভিযোগ করেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভা হয়। বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এর আয়োজন করে।

ফখরুল বলেন, গত বুধবার দুপুরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার পর সাদা পোশাকে পুলিশ তুরাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময় ও সহসভাপতি তৌহিদুল ইসলাম হাসিবকে তুলে নিয়ে যায়। উত্তরা পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক ফেরদৌস মজুমদার মাসুমকে গত বুধবার রাতে উত্তরা ৫নং সেক্টর থেকে ধরে নিয়ে যায় সাদা পোশাকের সদস্যরা। রাজধানীর পল্টন থানা যুবদলের যুগ্ম সম্পাদক লিয়ন হককে বাসা থেকে তুলে নিয়ে গেছে। তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, খুব স্পষ্ট করে আওয়ামীলীগ সরকারকে বলতে চাই, অবিলম্বে তাদেরকে পরিবারের কছে ফিরিয়ে দিন, অবিলম্বে তাদেরকে মুক্তি দিন। অন্যথায় মানুষের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে তা আপনাদের টিকিয়ে রাখতে পারবে না।

আজ শুক্রবার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে ও এম সাব্বির আহমেদের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন চেয়ারপারসনের বিশেষ সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এনামুল হক চৌধুরী, সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম, স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার প্রমুখ।

Translate »