Type to search

রাজনীতি

গণতন্ত্র মঞ্চের ব্যানারে কর্মসূচি পালন করবে না গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, এখন থেকে গণতন্ত্র মঞ্চের ব্যানারে গণঅধিকার পরিষদ কোনো কর্মসূচি পালন করবে না।

শনিবার (৬ মে) রাত সাড়ে আটটার দিকে সমকালকে এ কথা বলেন তিনি।

এর আগে শনিবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- ‘শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণঅধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সব দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালন করা হবে।’

এর প্রেক্ষিতে নুরকে জিজ্ঞাসা করা হলে গণতন্ত্র মঞ্চের ব্যানারে গণঅধিকার পরিষদ কোনো কর্মসূচি পালন করবে না বলে সমকালকে জানান।

গণঅধিকার পরিষদের দপ্তর সমন্বয়ক ও যুগ্ম-আহ্বায়ক শাকিল উজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সভায় মুক্তিযুদ্ধের সংগঠক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আগামী ১৫ মে কেন্দ্রীয়  কার্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের ওপর আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

গণঅধিকার পরিষদের দপ্তর সমন্বয়ক ও যুগ্ম-আহ্বায়ক শাকিল উজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সভায় মুক্তিযুদ্ধের সংগঠক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আগামী ১৫ মে কেন্দ্রীয়  কার্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের উপর আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সভায় উপস্থিত নেতৃবৃন্দ সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আগামী ১২ মে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »