আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে: মির্জা ফখরুল
দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সম্পূর্ণ জোরজবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান ক্ষমতাসীন সরকার মানুষের ভোটের অধিকারকে ধূলিসাৎ এবং গণতান্ত্রিক অধিকার ধ্বংসের মাধ্যমে সারাদেশকে কারাগারে পরিণত করেছে। বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের আটক এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে।
তিনি জানান, ‘বানোয়াট, ভুয়া ও সাজানো’ মামলায় ছাত্রদলের সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিনকে সরকার আটক ও কারাগারে প্রেরণ করেছে। বিএনপি মহাসচিব অবিলম্বে জসীম উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।