আওয়ামী সাংসদ হাজী সেলিমের ছেলের ১ বছরের কারাদণ্ড
হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম
আওয়ামী লীগ নেতা ও এমপি হাজী সেলিমের দ্বিতীয় ছেলে ইরফান সেলিমকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অবৈধ জিনিস, ওয়াকিটকি ও মদ পান করার দায়ে এই দণ্ড দেওয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, অবৈধভাবে ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে ৬ মাস এবং মাদক সেবন করার জন্য আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইরফানের দেহরক্ষী জাহিদকেও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আশিক বিল্লাহ জানান, এরফান সেলিমের বাসা থেকে ৫/৬ লিটার বিদেশি মদ, ৩৮ থেকে ৪০টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এছাড়া তার দেহরক্ষী জাহিদ হোসেনের কাছে ৪০০ পিস ইয়াবা ও বিদেশি অস্ত্র পাওয়া যায়।
তিনি আরো বলেন, এসব ওয়াকিটকির মাধ্যমে এলাকা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করতো এমপি হাজী সেলিমের ছেলে ইরফান। চকবাজারের তাদের বাসার পাশে সন্ধান মেলেছে টর্চার সেল। সেখানে নির্যাতন করা হতো মানুষকে জিম্মি করে।
ভ্রাম্যমাণ আদালতের এই দণ্ডের পাশাপাশি এরফান সেলিম ও তার দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা দায়ের করা হবে বলে র্যাবের এই কর্মকর্তা জানান।
ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়া নোয়াখালীর এক সংসদ সদস্যের জামাতা।
এর আগে গত রবিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর কলাবাগান ক্রসিংয়ের কাছে এমপি হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদকে মারধর করা হয়। এসময় ওই কর্মকর্তার সাথে তার স্ত্রীও ছিলেন।
এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) হাজী সেলিমের ছেলেসহ ৪জনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় মামলা হয়। মামলার মূল আসামি হলেন সংসদ সদস্যের ছেলে ইরফান সেলিম।
অভিযোগ থেকে জানা যায়, নৌবাহিনীর ওই কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় এমপির স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর গাড়ি থেকে কয়েকজন নেমে ওই কর্মকর্তাকে মারধর করে। এতে দাঁত ভেঙে যায় তার। এসময় তার স্ত্রী বাঁচাতে এলে লাঞ্চিত করা হয় তাকেও। গাড়িটি এমপি হাজী সেলিমের। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না তিনি। তার পুত্র ও নিরাপত্তারক্ষী ছিলেন।