আইনশৃঙ্খলা বাহিনী যদি সরে যায় তবে আওয়ামীলীগ সরকার এতিম হয়ে যাবে: রিজভী
সরকারের কাছে থেকে আইনশৃঙ্খলা বাহিনী আর রাষ্ট্রের শক্তি যদি সরে যায় তবে ওরা এতিম হয়ে যাবে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার কোনো আশ্রয়ের জায়গা পাবে না। কোনো দিকে তাকিয়ে কূল পাবে না। সতর্ক থাকবেন সবাই, সরকার খুব দ্রুতই পড়ে যাবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া মঞ্চের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি আরও বলেন, এই বাংলার মাটি এমন একটি দুর্জয় ঘাঁটি, এখানে অত্যাচারী বেশিদিন টিকতে পারে না। আওয়ামীলীগ সরকারের পতনের নমূনা কিন্তু এমসি কলেজে নববধূকে সম্ভ্রমহানির মধ্য দিয়ে শুরু হয়েছে। এই সম্ভ্রমহানি সরকারের ছাত্রলীগ সংগঠন করেছে। এ ঘটনায় স্তম্ভিত হয়ে গেছে সারাদেশ।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, জনগণের সাথে থাকবেন, জনগণ আমাদের সব চাইতে রক্ষার প্রাচীর হচ্ছে। কারণ আমরা তো ন্যায় ও সত্যের পক্ষে আছি। গুলি খাচ্ছি, তারপরও সত্য উচ্চারণ করছি আমরা।জনগণ জুলুমকারীদের পক্ষে থাকে না, থাকে মজলুমের সাথে। আমরা উৎপীড়িত এবং অত্যাচারিত আমাদের পক্ষে জনগণ।
আওয়ামীলীগ সরকারের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, সূর্যের আলোকে পর্দা দিয়ে আটকাতে পারবেন না। সূর্য উঠবে, এবং আলো বিস্তৃত হবে। চক্রান্তের ছায়া দিয়ে জিয়াউর রহমান, বেগম জিয়া, তারেক রহমানের আলো আটকানো যায় না। এই আলো আপনি গোটা রাষ্ট্রকে করায়ত্ত্ব করে ভয় দেখিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেভাতে পারবেন না।
আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে আরও মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।