Type to search

জাতীয়

দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৬৭

করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৯১০ জন কোভিড-১৯ রোগী মারা গেলেন।

এই সময়ে ১ হাজার ৫৬৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট পজিটিভ শনাক্ত হলেন ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১ জন সুস্থ এবং মোট ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন সুস্থ হয়েছেন।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা আক্রান্ত হয়েছে। মোট পজিটিভ শনাক্ত ৩ লাখ ৪৭ হাজার ৩৭২।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ। পজিটিভ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২০ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৪১ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯  বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী আক্রান্ত হন ৮ মার্চ এবং এ রোগে শনাক্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

Translate »