Type to search

জাতীয় বাংলাদেশ

হাইপে ঠাসা ২০২৪: বাংলাদেশের উত্তাল বছর

বিদায় নিচ্ছে গ্রেগরিয়ান বর্ষপঞ্জির আরও একটি বছর। ২০২৪ সাল ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত ঘটনাবহুল একটি বছর। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসেছে আমূল পরিবর্তন। দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণ দেখছে নতুন সূচনার স্বপ্ন। এছাড়া বছর জুড়ে আলোচনায় ছিল আরও নানা ইস্যু। ২০২৪ সালের আলোচিত ঘটনাবলির মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা আলোকপাত করা হলো—

ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

১ জানুয়ারি, ২০২৪ বাংলাদেশের শ্রম লঙ্ঘনের অভিযোগে করা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অধ্যাপক মো. ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ঢাকার তিন নম্বর শ্রম আদালত। সেইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত বলেন, মুহাম্মদ ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার পর পরই জামিন আবেদন করা হলে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে তাদের এক মাসের জামিন দেয় বিচারক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিএনপিসহ বিরোধী দলগুলোর বয়কটের মুখে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে। নির্বাচনে ৪১.৮% ভোট পড়েছে। তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে। বিরোধীরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুননির্বাচনের দাবি জানায়।

baily road

বেইলি রোড অগ্নিকাণ্ড

২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি নামক বহুতল ভবনে বৈদ্যুতিক গোলযোগে (শর্ট সার্কিট) আগুন লাগে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন মৃত্যুবরণ করেন। প্রচণ্ড ধোয়ায় শ্বাস-প্রশ্বাস নিতে না পেরে তাদের মৃত্যু হয়। ভবনটিতে কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানা যায়।

MV-ab

সোমালিয়ান জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

৫০ হাজার টন কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই আসার পথে ১২ মার্চ বাংলাদেশ সময় আনুমানিক ১২ টার দিকে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। অন্তত ১০০ জলদস্যু জাহাজের ২৩ জন নাবিকসহ এমভি আব্দুল্লাহর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

এমভি আব্দুল্লাহর মুক্তি

২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহকে ৩৩ দিন আটকে রাখার পর ১৩ এপ্রিল মধ্য রাতে সোমালিয়ান দস্যুরা জাহাজ থেকে নেমে যায়। মুক্ত হয়ে ২১ এপ্রিল নাবিকসহ দুবাই পৌঁছে এমভি আব্দুল্লাহ।

বাংলাদেশি ৯ তরুণের আন্তর্জাতিক স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস- এর ফোর্বস থার্টি আন্ডার থার্টি তালিকায় এশিয়া ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ৯ তরুণ। যাদের কেউ উদ্যোক্তা, নেতা এবং আবিষ্কারক। তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিজেদের কাজের মাধ্যমে নতুনত্ব ও পরিবর্তন এনেছেন।

azim

এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড

২২ মে ভারতের কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীভা গার্ডেনসের একটি ফ্লাট থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার হয়। তিনি ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতা যাওয়ার পর ১৩ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। তদন্ত কর্মকর্তারা জানান, ১৩ মে নিউ টাউনের এই বাড়িতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় আমানুল্লাহ, ফয়সাল আলী ও শিলাস্তি রহমান নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ঘুর্ণিঝড় রেমাল

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্নিঝড় রেমালে রূপ নিয়ে ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে। উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সময় ঝড়টির গতিবেগ ছিল ৯০ থেকে ১১৫ কিলোমিটার। এ ঘূর্ণিঝড়ে ৭ জনের প্রাণহানি হয়।   উপকূলীয় অঞ্চলে প্রায় ২ কোটি ৭০ লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ২৭ হাজার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার অচল হয়ে পড়ে।

benxir

সাবেক পুলিশপ্রধান বেনজীরের পুকুরচুরি

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পদ নিয়ে দেশের দুইটি সংবাদমাধ্যমে ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ এবং ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বেনজীর আহমেদের সম্পদের তদন্তের জন্য একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বেনজীর আহমেদের বিপুল পরিমাণের অবৈধ সম্পদের সত্যতা পেয়ে মামলা দায়ের করে। ১২ জুন আদালত বেনজীর আহমেদ ও তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন।

motiur

মতিউরপুত্রের ছাগল কাণ্ড

এনবিআর সদস্য মতিউর রহমানের লাইম লাইটে অনেকটাই নাটকীয়। কোরবানির ঈদের সময় ইফাত নামের এক তরুণের ১২ লাখ টাকা দিয়ে ছাগল কেনার ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। জানা যায় ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে। সরকারি কর্মকর্তার ছেলে কোরবানির জন্য ১২ লাখ টাকা দিয়ে ছাগল কিনেছেন, এমন খবর ছড়িয়ে পড়ে চারদিকে। তারপরই আলোচলায় আসেন মতিউর রহমান। অনুসন্ধানে বের হয়ে মতিউর রহমানের অবৈধ সম্পদের হদিস। ঘটনার সূত্র ধরে পদচ্যুত করা হয় মতিউর রহমানকে।

landslide

উখিয়ায় পাহাড় ধস

কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৪টি স্থানে ১৮ জুন দিনগত রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে আট রোহিঙ্গা ও দুই বাংলাদেশির মৃত্যু হয়।

কোটা সংস্কার আন্দোলন

২০১৮ সালের ৪ অক্টোবর নবম গ্রেডের সরকারি চাকরিতে কোটাভিত্তিক  নিয়োগ ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের ৫ জন্য বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। তার প্রেক্ষিতে ৬ জুন সূত্রপাত হয় কোটা সংস্কার আন্দোলনের। এদিন কোটাব্যবস্থা পুনর্বহালের রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ৯ জুন সরকারি চাকরিতে পুনর্বহালের রায় স্থগিত করতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

৩০ জুনের মধ্যে কোটাব্যবস্থা নিয়ে আদালতের রায়ের কোনো সুরাহা না হওয়ার ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে ৪ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার আহবান জানানো হয়। ৬ জুলাই ‘ বাংলা ব্লকেড’ এর ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনসহ সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধের ডাক দেন তারা। বাংলা ব্লকেডের প্রেক্ষিতে ৭ জুলাই স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা।

১৫ জুলাই পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে সারা দেশে অন্তত ২৫ জন নিহত ও ১০০ আহত হওয়ার ঘটনা ঘটে। ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৮ জুলাইয়ে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ এর ঘোষণা দেয়। ১৮ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধে অচল হয়ে পড়ে সারা দেশ। আন্দোলন দমনে সরকার ১৮ জুলাই রাত ৯ টায় সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ১৯ জুলাই দিবাগত রাত ১২ টায় কারফিউ জারি করে।

qouta

২১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের রায় দেয় বাংলাদেশের সর্বোচ্চ আদালত। রায় অনুযায়ী চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে। ৭ শতাংশ কোটার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা নির্ধারণ করা হয়। ২২ জুলাই আদালতের নির্দেশ অনুযায়ী কোটা সংস্কারের প্রজ্ঞাপন অনুমোদন দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৪ জুলাই সেই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন জারির পর সারা দেশে সীমিত আকারে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আন্দোলন দমনে ২৪ জুলাই বিভিন্ন মামলা ২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়।

২৫ জুলাই সারা দেশে অন্তত ৫৫৫ টি মামলা হয়। ২৮ জুলাই কারফিউ শিথিল করে সরকার। এদিন পুলিশি হেফাজতে থাকা ৬ সমন্বয়ক ডিবি কার্যালয়ে এক লিখিত বক্তব্যের মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তবে আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন অন্য সমন্বয়করা। ১ আগস্ট জামায়েত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এদিন ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়।

৩ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে পড়ে বাংলাদেশ। ঢাকায় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থীসব দেশের সর্বস্তরের মানুষ। ৪ আগস্ট সরকার পদত্যাগের দাবিতে সারা দেশে সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে ১৮ টি জেলায় ব্যাপক সংঘাতের খবর পাওয়া। এদিন অন্তত ১১৪ জনের মৃত্যু হয়।

hasina

শেখ হাসিনার পদত্যাগ

তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করে শেখ হাসিনা। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে সর্ব সাধারণ ঢুকে পড়ে গণভবনে।

জাতীয় সংসদ বিলুপ্তি

৬ আগস্ট জাতীয় সংসদ বিলুপ্ত করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এদিন নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করে সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়।

oath

অন্তর্বর্তীকালীন সরকার গঠন

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ৬ আগস্ট সংসদ বিলুপ্তি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন।  প্রায় ৩ দিন সরকারবিহীন থাকার পর ৮ আগস্ট বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনলের দুই সমন্বয়কসহ গঠিত হয় ১৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ। পরবর্তীতে ২ বার উপদেষ্টাগণের সংখ্যা বাড়িয়ে ২৪ করা হয়।

তোফাজ্জলকে গণপিটুনিতে হত্যা

১৮ সেপ্টেম্বর মোবাইল চুরির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন নামের এক ভবঘুরেকে আটক করে। তাকে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে নিয়ে মানসিক নির্যাতন চালানো হয়। ছাত্রলীগের তিনজন নেতা এবং দুই সক্রিয় সদস্যসহ ছাত্ররা তাকে ক্রিকেট ব্যাট ও স্টাম্প দিয়ে আঘাত করে আহত করে। মারধরের মাঝখানে তোফাজ্জলকে ক্যান্টিনে খাবার খাওয়ানো হয়। পরে আবার মারধর করে মারাত্মকভাবে আহত করা হয় তাকে। কতিপয় ছাত্র তার পরিবারের কাছে অর্থও দাবি করে। শারীরিক নির্যাতনের কারণে তোফাজ্জল হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

prabhu

চিন্ময় কৃষ্ণ দাশ ও ইসকন প্রসঙ্গ

২৫ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, যেখানে ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ২৬ নভেম্বর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাশ-এর রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তার সমর্থকেরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে।

beatindia

এশিয়া কাপ শিরোপা জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

কেরানিগঞ্জে রূপালি ব্যাংকে ডাকাত

১৯ ডিসেম্বর কেরানিগঞ্জে রূপালি ব্যাংকের জিনজিরা শাখায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। সৌদি আরব থেকে পাঠানো স্ত্রীর রেমিট্যান্সের টাকা উত্তোলনের কথা বলে অস্ত্রের মুখে ব্যাংকের ১৫ জন কর্মকর্তা ও ৬ গ্রাহক জিম্মি করে ব্যাংক ডাকাতির চেষ্টা করে লিয়ন মোল্লা ও তার ২ সহযোগী। ব্যাংক কর্মকর্তা কৌশলে বাইরে জানিয়ে দেন ব্যাংকে ডাকাতরা হামলা করেছে। স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাংক ঘেরাও করে ফেললে উপায় না পেয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তিন ডাকাত। ডাকাতদের আটকের পর জানা যায় তাদের সঙ্গে ছিল খেলনা পিস্তল। মূলত আইফোন কেনার জন্য তারা ব্যাংক ডাকাতি করতে যায়।

কুমিল্লায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জামায়াত নেতাকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

secretariate

সচিবালয়ে আগুন

বছরের শেষ দিকে এসে ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১ টা ৫২ এ সচিবালয়ের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিটের ২১১ জন কর্মীর চেষ্টায় ২৬ ডিসেম্বর সকাল ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায় বলে ধারণা করা হয়। রহস্যজনকভাবে আগুনে ভস্ম হয়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে রহস্য দানা বাধতে থাকে। আগুনের সূত্রপাত কি শুধুই বৈদ্যুতিক গোলযোগ থেকে উদ্ভূত নাকি এর পেছনে কোনো গভীর যড়যন্ত্র রয়েছে? আগুনের নেপথ্যের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি।

-ইত্তেফাক

Translate »