Type to search

জাতীয়

মুক্তিযুদ্ধের ৪ সেক্টর কমান্ডার সি আর দত্ত মারা গেছেন

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (বীর উত্তম) মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর।

গত ২০ আগস্ট নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান জেনারেল সি আর দত্ত। এতে পা ভেঙে যায় তার। হাসপাতালে তার সফল অপারেশন হলেও শারীরিক অবস্থার দ্রুত খারাপ হতে থাকে।

মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সঙ্গে যুক্ত। এছাড়াও সি আর দত্ত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

Translate »