Type to search

জাতীয়

মালদ্বীপ-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচলের সম্ভাবনা

মালদ্বীপ-বাংলাদেশ -এবিসিবি নিউজ-abcb news

বাংলাদেশ এবং মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল চুক্তির সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করার আশ্বাস ব্যক্ত করেছেন বাংলাদেশে সফর করা মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ। আর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দেশটিতে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশীদের নিয়মিত করার অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার দুই দেশের এক যৌথ ইশতেহার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব জানিয়েছে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ ৮-১১ ফেব্রুয়ারি ঢাকা সফর করেন। সফর শেষে যৌথ ইশতেহার উল্লেখ করা হয়। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ড. এ কে আব্দুল মোমেন অনিয়মিত কর্মীদের বৈধ করার লক্ষ্যে ২০১৯ সালে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে চালু হওয়া ‘নিয়মিতকরণ কর্মসূচি’র প্রশংসা করেন।

ড. মোমেন মালদ্বীপ সরকারকে বাকি অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের শিগগিরই বৈধ করার অনুরোধ করেন। বৈঠকে আগামী মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের ঢাকা সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সফরকালে ১০ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ৯ ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। একই দিনে দু’দেশের মধ্যে দু’টি সমঝোতা স্মারক সই হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চুক্তির বিষয়ে আলোচনা করেছেন। তারা অভিমত প্রকাশ করেছেন, এই চুক্তি হতে পারে। ঢাকা সফরকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তার দেশের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন।

Translate »