ভারতে আটকা পড়া বাংলাদেশিরা এনওসি নিয়ে ফিরতে পারবেন দেশে

ভারতের করোনা পরিস্থিতির অবনতির কারণে আজ থেকে ২ সপ্তাহের জন্য সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এমন পরিস্থিতিতে ভারতে ভ্রমণরত বাংলাদেশিদের দেশে ফেরাতে সরকার উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের কলকাতা উপহাইকমিশন থেকে নিতে হবে এনওসি (অনাপত্তিপত্র)।
বাংলাদেশের কলকাতা উপহাইকমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের স্থলসীমান্তে বিদেশিদের সবধরনের যাতায়াত বন্ধ থাকবে। এ সময় উপহাইকমিশনে ভিসা সেবা ও স্থলসীমান্ত দিয়ে চলাচলও বন্ধ থাকবে বাংলাদেশিদের।
যেসব বাংলাদেশি এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন এবং ভিসার মেয়াদোত্তীর্ণতাজনিত কারণে তাদের বাংলাদেশে ফেরত আসা দরকার তাদেরকে বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে ৭২ ঘণ্টার মেয়াদ থাকা তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন থেকে এনওসি নিতে হবে বাংলাদেশে প্রবেশের আগে। বাংলাদেশে স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোয়ারেন্টিনের ব্যবস্থা করবে তাদের।
সার্কুলারে আরো জানানো হয়েছে, কলকাতার উপহাইকমিশনের অনুমতি বা এনওসি ছাড়া কোনো বাংলাদেশি নাগরিক ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এনওসি পেতে বাংলাদেশে ফেরতের প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদন, ভারতে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর, পাসপোর্টের ফটোকপি কপি, ভিসার পাতার কপি লাগবে।
যেকোনো দরকারে বাংলাদেশ হাইকমিশনের যোগাযোগ করা যাবে +৯১৩৩৪০১২৭৫০০ নম্বরে। এ ছাড়া ফেসবুক ও টুইটারেও যোগাযোগ করা যাবে উপহাইকমিশনের।