Type to search

কমিউনিটি জাতীয়

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক ৫০ বছর পূর্তি

সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের পূর্ণ হলো ৫০ বছর। ৫ দশক আগে ঠিক এই দিনে সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।

দ্বিপাক্ষিক সম্পর্কের এই বিশেষ মাইলফলক অতিক্রম উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি ইগনাজিও কাসিস শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি ইগনাজিও ক্যাসিস বিভিন্ন ক্ষেত্রে ২ দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সহযোগিতার কথা উল্লেখ করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমাগত বিস্তৃতি ও গভীরকরণের ওপর জোর দেন।

পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী দু`দেশের এই অংশীদারিত্বে কথা উল্লেখ করে, ইগনাজিও কাসিস ভবিষ্যতে সহযোগিতার মূল ক্ষেত্র হিসেবে করোনাভাইরাস মহামারি থেকে পুনরুদ্ধার, শান্তি ও সমৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নকে চিহ্নিত করেন।

এবিসিবি/এমআই

Translate »