প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গত শুক্রবার এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি অবহিত করেন।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আওয়ামী লীগ ও সিপিসির মধ্যে ভবিষ্যতে আরও গভীর সম্পর্ক গড়ার আশাবাদ ব্যক্ত করা হয়। শেখ হাসিনার ৭৫তম জন্মদিন মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান তিনি।
সিপিসির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা এবং আওয়ামী লীগের প্রতিনিধি পাঠানোয় প্রধানমন্ত্রীকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। একই সাথে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও এগিয়ে নিতে সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করা হয়।
এবিসিবি/এমআই