ধর্ম প্রতিমন্ত্রী হলেন ফরিদুল হক

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন জামালপুর-২ আসনের সাংসদ ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
কোভিড-১৯ মহামারির কারণে এই শপথ অনুষ্ঠান হয়েছে সংক্ষিপ্ত পরিসরে।
৬৪ বছর বয়সী ফরিদুল হক জামালপুর-২ আসন থেকে এ নিয়ে ৩য় বার সংসদে প্রতিনিধিত্ব করছেন।
তিনি ১৯৫৬ সালের ২ জানুযারি পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ এলাকায় জন্মগ্রহণ করেন।