দেশ করোনায় আরো মৃত্যু ২১, আক্রান্ত ১৩৮৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে শনাক্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৩ জন।
এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৩৮৩ জনের দেহে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন। ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৭৩ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে ১ হাজার ৯৩২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২ লাখ ৬৭ হাজার ২৪ জন সুস্থ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৮৩ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।