দেশে করোনায় মৃত্যু বেড়ে ৬৪৪৮, নতুন শনাক্ত ২২৩০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে শনাক্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যু বেড়ে ৬ হাজার ৪৪৮ জন দাঁড়িয়েছে।
এছাড়া একই দিনে আরও ২ হাজার ২৩০ জন করোনা রোগী পজিটিভ শনাক্ত হয়েছে। এতে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে চার লাখ ৫১ হাজার ৯৯০ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে আরো ২ হাজার ২৬৬ জন রোগী সেরে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে তিন লাখ ৬৬ হাজার ৮৭৭ জন হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৭টি ল্যাবে ১৫ হাজার ১৮টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ২৬ লাখ ৮০ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে।