Type to search

জাতীয়

দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৩১

দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৭৫তম দিনে ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ২ হাজার ১৩১ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। পজিটিভদের মধ্যে ৩২ জন মারা গেছেন। এ সময়ে ২ হাজার ২৭ জন সুস্থ হয়েছেন।

আজ শনিবার ( ২৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ১৩১ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন। মোট সংক্রমণের পজিটিভের হার ২০ দশমিক ২৫ শতাংশ। শনাক্তের মধ্যে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২০৬ এ। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। করোনায় মৃত ৩২ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২ কোটি ৪৯ লাখেরও বেশি মানুষ শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। তবে ১ কোটি ৭৩ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

Translate »