Type to search

জাতীয়

দেশে করোনায় আরো ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৮৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ৯জন। ফলে এ নিয়ে কোভিড-১৯ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৯৮৬ জনে।

একই সময়ে নতুন রোগী পজিটিভ শনাক্ত হন আরও এক হাজার ৮৮৪ জন। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে করোনায় ১৬ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট করোনার নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৪৪ হাজার ২৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী আক্রান্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ। মোট রোগী আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯৩ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস মোট মৃত ৬ হাজার ৯৮৬ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৩৩৯ (৭৬ দশমিক ৪২ শতাংশ) এবং নারী ১ হাজার ৬৪৭জন (২৩ দশমিক ৫৮ শতাংশ)।

Translate »