Type to search

জাতীয়

দেশের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: ইসি

দেশের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

এতে জানানো হয়, আগামী ২০২১ সালের প্রথমদিকে মেয়াদোত্তীর্ণ হবে অনেক পৌরসভার। এসব পৌরসভার নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুসারে যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে পৌরসভা আইনে নির্বাচন অনুষ্ঠানের বিধি-বিধান উল্লেখ করেন, পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

কোভিড-১৯ মহামারির কারণে ‘পৌরসভা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট আইন অনুসারে পৌরসভাগুলোর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন।’

Translate »