Type to search

জাতীয়

ডেঙ্গু শনাক্ত আরও ৯২ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু শনাক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এর আগে, শুক্রবার (১২ আগস্ট) ডেঙ্গু শনাক্ত হয়ে কারও মৃত্যু না হলেও ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন। এরমধ্যে ঢাকার ৮৯ জন এবং ঢাকার বাইরে তিন জন চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে ডেঙ্গু শনাক্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫৫ জন চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ২৭৪ জন এবং ঢাকার বাইরে ৭১ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত তিন হাজার ৬৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ২৭২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে শনাক্ত হয়েছিলেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু।

এবিসিবি/এমআই

Translate »