Type to search

জাতীয়

ডেঙ্গু জ্বরে শনাক্ত হয়ে হাসপাতালে ২৯ জন

গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের ডেঙ্গু ধরা পড়েছে। এনিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯ জনের সবাই ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া মোট ১০৪ জনের মধ্যে ১০১ জন ঢাকায় এবং বাকিরা ঢাকার বাইরে চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ৬৯০ জন ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন ৫৮৬ জন। তবে কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২১ এ সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে শনাক্ত হন। ১০৫ জনের মৃত্যু হয়।

এবিসিবি/এমআই

Translate »