ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সারাদেশে নিহত ৫, নিখোঁজ শিশুসহ ২
জেলা প্রতিনিধিঃ দেশের উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র। পুরোপুরি অতিক্রম করতে আরও ঘণ্টা দুয়েকের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তবে এর প্রভাব থাকবে আরও ৬ থেকে ৭ ঘণ্টা। এরপর এই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি রোববার (২৬ মে) রাত ৮টার দিকে উপকূলে আঘাত করে। এই ঝড়ের প্রভাবে গতকাল থেকে আজ সোমবার সকাল ১১টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা ও ভোলা ও চট্টগ্রামে পাঁচজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
অন্যদিকে মোংলায় ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছে শিশুসহ ২জন।
এবিসিবি/এমআই