করোনা ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে: হর্ষ বর্ধন শ্রিংলা

ঢাকায় সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ভারতে করোনা ভ্যাকসিন তৈরি হলে সেই ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।
বুধবার (১৯ আগস্ট)} দুপুরে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, বিশ্বের ৬০ শতাংশ ভ্যাকসিন উৎপাদন করে ভারত। করোনার ক্ষেত্রেও টিকা আবিষ্কারের জন্য কাজ করছে ভারত এবং বর্তমানে প্রক্রিয়াটি এগিয়ে গেছে। যখন করোনা ভ্যাকসিন উৎপাদনে যাওয়া হবে তখন বন্ধু, সহযোগী ও প্রতিবেশী দেশগুলো এর অংশীদার হবে। আর সব সময় ভারতের অগ্রাধিকারে আছে বাংলাদেশ।’
হর্ষ বর্ধন শ্রিংলা আরও জানান, ‘মাহামারির কারণে দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাধাগ্রস্ত হয়েছে। সেই যোগাযোগ এখন আবারও স্বাভাবিক করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জাতিসংঘের অস্থায়ী সদস্য হিসেবে ভারত রোহিঙ্গা সংকট ইস্যুতে কাজ করবে। ভারত এ সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে।’
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো সঙ্গে সাক্ষাৎ করছেন না। এর মধ্যেও সাক্ষাৎ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান ভারতের পররাষ্ট্র সচিব।
আর বৈঠক শেষে বাংলাদেশের পরারাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য। তার সাথে মধ্যাহ্নভোজে বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে প্রধান একটি আলোচনার বিষয় ছিল কোভিড-১৯ ভ্যাকসিন প্রসঙ্গ। ভারতের কোম্পানি করোনার ভ্যাকসিন তৈরি করছে। বাংলাদেশেও অসংখ্যা কোম্পানি আছে ভ্যাকসিন উৎপাদনে সক্ষম। এ কারণে দু’দেশের মধ্যে করোনা ভ্যাকসিন উৎপাদনে একটি সমঝোতা হতে পারে এবং সে বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে মৃত্যু আগের চেয়ে বেড়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সীমান্তে হত্যা শুন্যের কোটায় নামিয়ে আনার ব্যাপারে এর আগের প্রতিশ্রুতি স্মরন করিয়ে দিয়ে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। সামনে বিজবি-বিএসএফ বৈঠক আছে, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই বৈঠকে এ সম্পর্কে আলোচনা করা হবে।