করোনায় মারা গেছেন আরও ৩৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮৬ জন।
নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত হল ৫৫ হাজার ১৪০জন। সুস্থ হয়েছেন ৪৭০জন। এ পর্যন্ত সারা দেশে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বুধবার নিয়মিত ব্রিফিয়ে এই তথ্য জানান।
তিনি জানান, ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন নারী। ৭০ বছর বয়সের ছিল ৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের ছিল ১২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ছিল ১২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ছিল ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের ছিল ৩ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের ছিল ১ জন।
দেশে ৫০টি পরীক্ষাগারে ১২ হাজার ৫১০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।