Type to search

জাতীয়

করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম

করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালের দিকে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন তাকে।

আইনমন্ত্রী আনিসুল হক জানান, (শুক্রবার) সকালে অনেক জ্বর ছিল তার। তবে এখন জ্বর কম। এখন ভালো আছেন তিনি। হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

তিনি করোনাভাইরাসে পজিটিভ কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, হ্যাঁ, তিনি করোনা ভাইরাস পজিটিভ।

এদিকে, হাসপাতাল থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার শারীরিক অবস্থা সম্পর্কে ফোনে জানিয়েছেন যে, এখন ভালো আছে তিনি। হাসপাতালে ভর্তি আছেন।

Translate »