করোনায় আক্রান্ত হলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনাভাইরাস বা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তিনি শারীরিক সুস্থ আছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত হলেও তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬২৩ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫২৭ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো তিন লাখ ৮৬ হাজার ৮৬ জন করোনা রোগী।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়