সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলীর ১০ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী (বরখাস্ত) আছির উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার মালিকানাধীন ভবন বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
রায়ে দুদক আইনের একটি ধারায় ৮ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং দুদক আইনের অন্য একটি ধারায় দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একইসঙ্গে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তিন কাঠা জমির ওপর তার মালিকানাধীন ভবনসহ সব স্থাপনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় জামিনে থাকা আছির উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, প্রায় ৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রকৌশলী আছির উদ্দিনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৪ মে রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক মাহফুজা খাতুন মামলা করেন। ২০১৮ সালে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. মনজুর আলম আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।