রাজশাহীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

জেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার বাজুবাঘা ইউনিয়ন এলাকায় পুলিশ সোহেল রানার বিরুদ্ধে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ভুক্তভোগী ওই ছাত্রী মামলা করেছে।
অভিযুক্ত সোহেল রানার বাড়ি বাঘার জোতরাঘব গ্রামে। তার পিতার নাম আমিরুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ২ মাস পূর্বে উত্তর গাওপাড়া এলাকায় এক কলেজছাত্রীর সাথে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে গ্রাম পুলিশ সোহেল। পরে সোহেল ভুয়া কাবিন নামায় বিয়ে করে ওই ছাত্রীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি র্যাবে বদলি হওয়ার কথা বলে ওই কলেজছাত্রীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে সোহেল রানা। সন্দেহের এক পর্যায়ে সোহেলের খোঁজ নিয়ে জানা যায়, সোহেল ডিবি পুলিশ নয়, সে গ্রাম পুলিশ পদে কর্মরত।
বাঘা থানা অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম বলেন, মামলায় সোহেলকে আটকের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ (ওসিসিতে) ওই ছাত্রীকে পাঠানো হয়েছে।