Type to search

অপরাধ

জামালপুরের মেলান্দহে স্ত্রীকে পিটিয়ে হত্যা করলো আওয়ামী লীগ নেতা তাহের

জেলা প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে স্ত্রী তানিয়া আক্তারকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আবু তাহেরকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (২ জুন) শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা এলাকায়। গ্রেফতারকৃত আবু তাহের শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিহতের ভাই সোহাগ মিয়া ও চাচী মিছিরন্নেছা বলেন, জখমের চিহ্ন দেখেছি তানিয়ার শরীরে। পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। এর আগেও ঠুনকো ঘটনায় নেশাগ্রস্থ অবস্থায় তাহের তার স্ত্রী তানিয়া আক্তারকে বেধড়ক মারপিট করতো।

খবরটি তানিয়ার স্বজন এবং পাড়া পড়শীদের না জানিয়ে তড়িগড়ি করে লাশ দাফনের চেষ্টার একপর্যায়ে বিকেল ৩টার দিকে লাশের গোসল দেওয়ার প্রস্তুতি নিলে গ্রামে হইচই পড়ে যায়। এক পর্যায়ে সংবাদ পেয়ে মেলান্দহ থানা পুলিশ আবু তাহেরকে আটক করে থানায় নিয়ে আসে।

মেলান্দহ থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মৃত্যুর সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। এরপর লাশ জামালপুর হাসপাতালে মর্গে পাঠানো হবে।

Translate »