লালমনিরহাটে কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬
লালমনিরহাটের হাতীবান্ধায় এক কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
শনিবার উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গোতামারী এলাকার দুলাল হোসেনের ছেলে আব্দুর ছাত্তার (২৬), দইখাওয়া বাজার এলাকার সুলতান আহম্মেদের ছেলে রোকন ইসলাম (২৫), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে রাকিবুল হাসান (২৫), খবির আলীর ছেলে আল আমিন (২৪), নাজিমুদ্দিনের ছেলে রতন মিয়া সাবু (২৫) ও নওদাবাস এলাকার ওসমান গনির ছেলে সুলতান মিয়া (২৬)।
বৃহস্পতিবার হওয়া এই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পরিবারের সহযোগিতা নিয়ে শনিবার মামলা করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
ওসি মাহমুদুন নবী বলেন, ‘মেডিকেল পরীক্ষার জন্য ওই কলেজশিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। খুব দ্রুত মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।’
-ডেইলি স্টার