রোগী ধর্ষণের মামলায় সিলেট ওসমানী মেডিকেলের চিকিৎসক আটক
জেলা প্রতিনিধিঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডা. আরকেএস রয়েলকে আটক করেছে পুলিশ। এক নারী রোগীর করা ধর্ষণ মামলায় তাকে আটক দেখিয়ে আজ সোমবার (১৭ অক্টোবর) বেলা ২টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়।
গতকাল রোববার রাতে নগরীর কাজলশাহ এলাকায় ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নেয় পুলিশ। রাতে ভুক্তভোগী নারী বাদি হয়ে মামলা করলে পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়।
সিলেটের মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ডা. আরকেএস রয়েলের কাছে ২০১৮ সাল থেকে ১ নারী চিকিৎসা নিচ্ছিলেন। ওই নারী অভিযোগ করেন, ডা. রয়েল বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। গতকাল রোববার সন্ধ্যায় ডা. রয়েলের চেম্বারে গিয়ে তিনি চিৎকার-চেঁচামেচি করেন এবং তাকে বিয়ের দাবি করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উভয়কে কোতোয়ালি থানায় নিয়ে যায় বলে জানান মহানগর পুলিশের বিভাগীয় অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে নারীর করা মামলায় ডাক্তারকে আদালতে পাঠানো হয়েছে।
ডা. রয়েল রোগীর সাথে সম্পর্কে জড়ানোর কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানা গেছে।
এবিসিবি/এমআই