Type to search

অপরাধ

রাজধানীতে মধ্যরাতে ছিনতাইয়ের চেষ্টা, আটক র‍্যাব সদস্যসহ ৩

জেলা প্রতিনিধিঃ মধ্যরাতে প্রাইভেটকারটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী হয়ে ছুটছিল মানিকগঞ্জের দিকে। মহাখালী ফ্লাইওভারে আসামাত্র গাড়িটি থামিয়ে র‍্যাব পরিচয়ে দুস্কৃতিকারীরা ছিনতাইয়ের চেষ্টা করে। এ ঘটনায় র‍্যাব সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন-আরিয়ান আহমেদ জয় (২৪), ফরহাদ হোসেন (২৩) ও র‍্যাব সদস্য আল মোমেন (২৫)। ফরহাদ রেন্ট-এ কারের চালক।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আযম মিয়া জানান, র‍্যাব সদস্য আল মোমেন র‍্যাব-১ এ কর্মরত। সামরিক আদালতে তার বিচার হবে এ কারণে আটকের পর তাকে র‍্যাব নিয়ে গেছে। আটক অপর ২জনকে আজ আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় গতকাল শনিবার বনানী থানায় মামলা করেছেন ভুক্তভোগী শহীদুল ইসলাম। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানা এলাকায়। ১৪ বছর সৌদি প্রবাসী ছিলেন তিনি। ৫ মাস আগে দেশে ফিরে মানিকগঞ্জে ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করেছেন।

এবিসিবি/এমআই

Translate »