রংপুরে বিপুল পরিমাণ মাদকসহ পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান গ্রেপ্তার

জেলা প্রতিনিধিঃ বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মনিরুজ্জামান নামে পুলিশের এক এএসআইকে গ্রেপ্তার করেছে রংপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৩ নভেম্বর) সকালে রংপুর নগরীর নুরপুর এলাকায় একটি ছয় তলা ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এএসআই মনিরুজ্জামান বর্তমানে কুড়িগ্রামের পুলিশ লাইনে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে।
জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যজিষ্ট্রেট রাহাত বিন কুতুব অভিযান পরিচালনা করেন।