Type to search

অপরাধ বিজ্ঞান ও প্রযুক্তি

বিদেশে জুয়ার মাধ্যমে বছরে হাজার কোটি টাকা পাচার

শুধু অনলাইনে জুয়ার মাধ্যমেই বছরে পাচার করা হচ্ছে হাজার কোটি টাকা। স্ট্রিমকার নামে সামাজিক যোগাযোগের অ্যাপসের মাধ্যমে পরিচালনা করা হয় এই জুয়া। সম্প্রতি রাজধানী থেকে ৪ জনকে আটকের পর বিদেশে টাকা পাচারের এই নেটওয়ার্ক ধরা পড়ে। এই চক্রের নেটওয়ার্ক সচল রয়েছে সারা দেশেই। স্ট্রিমকার নামের অ্যাপসটি বাংলাদেশে নিষিদ্ধ হলেও এটি ব্যবহৃত হচ্ছে ভিপিএনের মাধ্যমে। দেশে ব্যবহার-প্রসারে হাতে গোনা কয়েক জন জড়িত থাকলেও না বুঝে ব্যবহার করছেন লক্ষাধিক মানুষ।

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের এসপি মাহিদুজ্জামান বলেছেন, এই নেটওয়ার্ক চক্রের অন্য সদস্যদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আরও যারা এর সঙ্গে আছেন, তাদেরও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সম্প্রতি এক নারীসহ যে ৪ জন আটক হয়েছেন, তারা জানিয়েছেন পাচার প্রক্রিয়ার আদ্যোপান্ত। গ্রেফতারকৃতরা হলেন—জমির উদ্দিন (৩৫), ইসলাম হৃদয় (২৬),  মো. হোসেন রুবেল (৩৯) ও অনামিকা সরকার (২৪)। গ্রেফতারকৃতরা জানিয়েছেন কীভাবে চলে এই জুয়া আর কারা অংশ নিচ্ছে এখানে। স্ট্রিমকার অ্যাপসে গ্রুপ চ্যাট, ড্যান্স, লিপ সিং, গল্প, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়া খেলার অপশন রয়েছে। সামাজিক যোগাযোগের এই অ্যাপে ২ ধরনের আইডি রয়েছে। একটি হচ্ছে ইউজার আইডি, অন্যটি হোস্ট আইডি। ইউজাররা সাধারণত সুন্দরী মেয়েদের ও সেলিব্রেটিদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই অ্যাপ ব্যবহার করেন। আর হোস্টরা একটি হোস্ট এজেন্সির মাধ্যমে এই অ্যাপে হোস্টিং করেন। সুন্দরী মেয়ে ও সেলিব্রেটিরাই সাধারণত এই এজেন্সির মাধ্যমে হোস্ট আইডি খোলেন।

Translate »