Type to search

অপরাধ

বগুড়ায় কোটি টাকার ভুয়া চেকসহ যুবলীগ নেতা শাকিল আটক

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ থেকে প্রতারণা ও চেক জালিয়াতি মামলায় কোটি টাকার ভুয়া চেকসহ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডি জে শাকিল (৩২) ও তার ২ সহযোগীকে আটক করেছে বগুড়া ডিবি পুলিশ।

গত বুধবার (১২আগস্ট) সন্ধ্যায় তাড়াশ উপজেলা পরিষদের সামনে অবস্থিত রিশান গ্রুপের নিজ কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

ডি জে শাকিল রিশান গ্রুপের চেয়ারম্যান ও উপজেলার বারুহাস ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মোস্তফা তার বাবা। তার সহযোগীরা হলেন- একই প্রতিষ্ঠানের ম্যানেজার নওগাঁ জেলার মো. হারুনুর রশিদ ওরফে সাইফুল (২৬) এবং ব্যবস্থাপনা পরিচালক ও একই উপজেলার কুসুম্বি এলাকার আব্দুল মালেকের ছেলে হুমায়ন কবির লিমন (২৮)। এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দিকে ডি জে শাকিলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।

অভিযানচলাকালে তাদের কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের জাল নথি, সিল, ভুয়া চেক বই, নকল নিয়োগপত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া এ প্রতারক চক্রের ৭টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, ১২টি ফেসবুক আইডি, ৩৫টি ফেসবুক পেজ, ২২টি অনলাইন নিউজ পোর্টাল ও ভুয়া সাংবাদিকতার আইডি। একই সঙ্গে ফেস এডিটিং ডকুমেন্ট ভর্তি দুই টেরা বাইটের হার্ডডিস্কসহ ১৪টি গ্রামীণ সিম, ৪৩টি রবি সিম ও ৩টি বাংলালিংক সিম উদ্ধার করা হয়।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতারক চক্রের ওই ৩ সদস্যকে আটকের সময় তাদের অফিসের কম্পিউটার, কয়েকটি ফাইল এবং ১ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকার ভুয়া চেক জব্দ করা হয়। এ প্রতারক চক্রটি ব্যাংক লোন দেয়ার নামে ভুয়া বিজ্ঞপ্তি ছাড়ে বিভিন্ন অনলাইনে। তারা সামরিক বাহিনী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নিয়োগপত্রসহ আইডি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

তিনি আরও জানান, প্রতারণার করতে তারা ১২টি ফেসবুক আইডি, ২২টি নিউজ পেপার এবং ৩৫টি ফেসবুক পেজ তৈরি করেছে। তাদের গ্রেপ্তারের কথা জানতে পেরে প্রতারণার শিকার অন্তত ২০ জন সাধারণ মানুষের ফোন আসে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত মঞ্জুর করেন ৫ দিনের রিমান্ড।

Translate »