পরীমনির সঙ্গে যা হচ্ছে তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন
পরীমনির সঙ্গে যা করা হচ্ছে তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল৷
গত রবিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’ ব্যানারে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি৷
সুলতানা কামাল জানান, ‘পরীমনির জামিনের আবেদনটি অত্যন্ত অন্যায়ভাবে শোনা হচ্ছে না। তার আইনজীবীকে জামিনের আবেদন করতে দেওয়া হয়নি, আইনজীবীকে পরীমনির সাথে কথা বলতে দেওয়া হয়নি। এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’
সুলতানা কামাল আরও বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে নারীবিদ্বেষ ঢুকে গেছে৷ পরীমনিকে অভিযুক্তের মতো কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে, কুৎসা রটানো হচ্ছে, নিকৃষ্ট কথাবার্তা বলা হচ্ছে। এসবের সুযোগ করে দেওয়ার দায়দায়িত্ব রাষ্ট্রীয় বাহিনীকে নিতে হবে।’
ভার্চুয়ালি যুক্ত হয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘অতি সম্প্রতি পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে যেটি শুরু হয়েছে- কোনো সিদ্ধান্তের আগেই তাকে অপরাধী হিসেবে চিত্রিত করা হচ্ছে। পরীমনি অপরাধ করেছেন কী করেননি, সেই সিদ্ধান্ত নেবেন আদালত। আদালতের রায়ের আগে পরীমনিকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা এবং তার বিরুদ্ধে নানা ধরনের অস্বস্তিকর ও অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়া কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘পরীমনিকে কেন বারবার এভাবে রিমান্ডে যেতে হবে, উচ্চ আদালত কেন পুলিশের বিরুদ্ধে একটা সুয়োমোটো জারি করবেন না? একবার রিমান্ড যথেষ্ট, এর জন্য তো এতবার রিমান্ডে নেওয়ার দরকার হয় না।’
মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘পরীমনিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, দেশের একজন নাগরিকের সঙ্গে এমন আচরণ করা যায় না। তাকে তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়নি। এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলেছে। অনতিবিলম্বে পরীমনির মুক্তি দাবি করছি।’
তিনি বলেন, ‘যে নাটক আমাদের গেলানোর চেষ্টা করা হয়েছে, তা যে বানোয়াট আমাদের কাছে পরিষ্কার হয়েছে।’
এ সমাবেশে নির্মাতা, শিল্পী, শিক্ষক ও প্রকাশক এবং লেখকসহ অ্যাকটিভিস্টরা অংশগ্রহণ করেন৷
সমাবেশের আয়োজন করেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আকরামুল হক, খাঁন আসাদুজ্জামান মাসুম, প্রকাশক রবিন আহসান প্রমুখ৷
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিমও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।- ডেইলি স্টার