নরসিংদীর সদরে ১৬ বছরের কিশোরী ধর্ষণের শিকার, আটক ২

জেলা প্রতিনিধিঃ নরসিংদীর সদরে ১৬ বছরের এক কিশোরী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার শীলামান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরী স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা গত সোমবার (১৯ অক্টোবর) রাতে ২ জনের নাম উল্লেখসহ ৩জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে ২জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আটক ২জন হলেন- নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার মো. আমীর হোসেনের ছেলে মো. জামান মিয়া (৩০) ও আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে উসমান ভূইয়া (৩২)।
মামলার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাতের শিফটে কাজ করতে টেক্সটাইল মিলে যাওয়ার জন্য ওই কিশোরী রওনা হন। কিছুদূর যাবার পরই তাকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণকারীরা একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে। পরে রবিবার রাতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সোমবার সকালে পিবিআইয়ের সাহায্য চান। পরে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ২ ধর্ষককে আটকের পর রাতে নরসিংদী মডেল থানায় বাদী হয়ে মামলা করেন ওই কিশোরীর বাবা।
নরসিংদীর পিবিআইয়ের পরিদর্শক (প্রশাসন) মো. মনিরুজ্জামান বলেন, ধর্ষণের ওই ঘটনাটি গত শনিবারের হলেও আমরা খবর পেয়েছি গতকাল সোমবার সকালে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরেই অভিযুক্ত দুইজনকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিক আটকের চেষ্টা চলছে।